Breaking News

জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্ত ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা (সোনাতলা) সীমান্তের  কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত আইন লঙ্ঘন করে এই বেড়া নির্মাণ করা হচ্ছে বলে সীমান্তঘেঁষা সোনাতলা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন।

তবে বিজিবির বাঁধার মুখে আজ রোববার সকালের পর বিএসএফ কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বলে বিজিবি জানিয়েছে।

আজ রোববার দুপুরে সরে জমিন সোনাতলা গ্রামে গিয়ে জানা গেছে,  ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত ৫ দিন ধরে রাতে বেলা ওই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারত সীমান্তের শূন্য রেখার ১০ গজের মধ্যে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে।

গ্রামবাসীরা বিজিবিকে ঘটনাটি জানানোর পর গত শনিবার বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছিল। আজ রোববার সকালে বিএসএফ আবার কাঁটা তারের বেড়া নির্মাণকাজ শুরু করে। এঘটনায়  আজ রোববার দুপুরে ২৮০ মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারে বিএসএফ-বিজিবি  পতাকা বৈঠকের পর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে।

সোনাতলা গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ শাহজাহান বলেন, পাঁচ দিন ধরে  (বিএসএফ) কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। বিএসএফ  দিনের বেলায় জঙ্গল পরিস্কার করে আর রাতের বেলায় কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ করে।

কামরুজ্জামান বলেন, সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখার দেড়শ গজের ভেতরে কাঁটা তারের বেড়া দেওয়া যায় না। বিএসএফ সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখার ১০ গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ করছে।

আমরা বিজিবির মহাপরিচালককে বিষয়টি দেখার অনুরোধ করছি।

আরিফুল ইসলাম বলেন, বিজিবি বাঁধায় গতকাল শনিবার রাতে কাজ বন্ধ থাকার পর আজ রোববার  সকালে আবার কাজ করা হয়। পরে বিজিবি বাধা দিয়েছে। এরপর বিএসএফ- বিজিবি বৈঠক করেছে।

ধরঞ্জি ইউপির এক নম্বর ওর্যাডের সদস্য লাইজুর রহমান বলেন, আমরা ঘটনাটি বিজিবিকে জানিয়েছি।

বিজিবি গতকাল শনিবারে বাধা দিয়েছিল। হঠাৎ করে আজ রোববার সকালে বিএসএফ আবার কাজ করে। এঘটনায় বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক করেছে। পতাকা বৈঠকের পর কি সিদ্ধান্ত হয়েছে তা আমাদের জানায়নি বিজিবি।

বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্প কমান্ডার সাইদুল বারী এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে বাধা দিয়েছি।

বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ  স্থগিত রেখেছেন।  কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।  বিএসএফ আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে বলে জানিয়েছে বিএসএফ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা বিজিবির হাটখোলা বিওপির অধীন ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। তবে বিজিবির বাঁধায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...