Breaking News

ধামইরহাটে ভুটভুটি-সাইকেল সংঘর্ষে চালকের ছেলে নিহত, শিক্ষার্থী আহত | N NEWS 24

 


মো: এ কে নোমান, নওগাঁঃ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভুটভুটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকের ছেলে নিহত এবং একজন নারী শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নানাইচ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে জয়পুরহাটের ধোপের হাটে গরু আনার জন্য একটি ভুটভুটি জয়পুরহাট-নানাইচ সড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নানাইচ বেগুনবাড়ী গ্রামের বাসিন্দা তানিয়েল বারুর মেয়ে হ্যাপী বারু (১৩), যে জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী, তার সাইকেলের সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ভুটভুটি রাস্তার পাশে হেলে পড়ে এবং তার গরম পানি চালকের ছেলের শরীরে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। তবে চালক ও নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ভুটভুটি চালক নিজ দায়িত্বে তা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ বলেন, "আহত শিক্ষার্থী হ্যাপী বারুকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।"

ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম জানান, "ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।"

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...