Breaking News

বগুড়া কাহালুর শিবা কলমায় চাঁদাবাজি করতে আসা সন্ত্রাসী বাহিনীর ১জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী | N NEWS 24


মোঃআশিকুর রহমান সাজুঃ

বগুড়া  কাহালুর শিবা কলমায় চাঁদাবাজি করতে আসা সন্ত্রাসী বাহিনীর এক যুবককে পিটিয়ে হ-ত্যা করেছে এলাকাবাসী। জানা যায়,ঐ যুবকের মাম রাকিব হোসেন,বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ পূর্বপাড়া মৃত সামসুল হক এর ছেলে সে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন আতাবাহিনীর সদস্য।  শিবা কলমা হিন্দু পাড়া এলাকায় চাঁদাবাজি করতে যায় তারা এবং সেই এলাকার একজনকে ছুরিকাঘাত করলে এলাকার লোকজন এদের প্রতিহত করে তখন চাঁদাবাজি করতে আসা বাকি সদস্য পালিয়ে গেলেও রাকিবকে এলাকাবাসী পিটিয়ে হ-ত্যা করে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...