Breaking News

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণ অতঃপর বিয়ের নামে প্রতারণার অভিযোগ | N NEWS 24


জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ অতঃপর বিয়ের নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। 

এ ব্যাপারে দরিদ্র ভ্যান চালক ঘোড়াপা গ্রামের আজাদ হোসেন পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, পাঁচবিবি উপজেলার বাগজনা ইউনিয়নের ঘোড়াপা গ্রামের দরিদ্র ভ্যান চালকের কন্যা এস এসসি পরীক্ষার্থী এক নাবালিকা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের মনসুর রহমানের পুত্র গোলাম কিবরিয়া। তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৩ শে জুন সকালে স্কুলে যাওয়ার পথে ঐ ছাত্রীকে অপহরণ করে লালমনিরহাটে নিয়ে যায়।

সেখানে গত ২৯ জুন ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করে।

মেয়ের বাবা বিয়ের কাবিননামা দেখাতে বললে ছেলে সেই কাবিননামা দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে গত ২৫ জুলাই আবারো ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে নগদ ৫০ হাজার টাকা দিয়ে পুনরায় নোটারি পাবলিক জয়পুরহাটের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে কোর্ট ম্যারেজ করে ঘোড়াঘাট নামক স্থানে একটি ভাড়া বাড়িতে মেয়েকে রেখে ছেলে পালিয়ে যায়। এ খবর পেয়ে মেয়ের বাবা সেখান থেকে মেয়েকে বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় ২৫ আগস্ট উভয়পক্ষকে নিয়ে বাগজানা ইউনিয়ন পরিষদে একটি গ্রাম্য সালিশ বসে কিন্তু ছেলে মেয়েকে তালাক দিয়েছি বলে কৌশলে পালিয়ে যায়।

বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, উভয় পক্ষকে নিয়ে ২৫ আগস্ট ইউনিয়ন পরিষদে মীমাংসা বৈঠকে বসেছিলাম কিন্তু নিষ্পত্তি করা সম্ভব হয়নি তবে আবারো বসে বিষয়টি সমাধান করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে ভুক্তভোগী দরিদ্র ভ্যান চালক আজাদ হোসেন বলেন,আমার মেয়ের জীবন ধ্বংস করে গহনা-টাকা পয়সা নিয়ে ছেলে পালিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...