Breaking News

অপকর্মের জট খুললেন সাভারের সান্দাবাসী | N NEWS 24

  


 ডেস্ক রিপোর্টঃ

সাভারে বনগাঁও  ইউনিয়নে সান্দার  ভূমি দস্যুদের  তীব্র যন্ত্রণায়  অতিষ্ঠ এলাকাবাসী। দূর্নীতির কবলে পড়ে  অএ  এলাকার ভূমিহীন জনগণ। একটি আওয়ামীলীগের  কুৎচক্র দল এসে পুরো এলাকাটা গ্রাস করে। চক্রের  মূল হুতা মির মেহেদী  হাসান । আওয়ামীলীগ  সরকার ক্ষমতাই  থাকা অবস্থায়  কোটি কোটি হাতিয়ে নিয়েছেন সান্দা বাসীর থেকে। ভূয়া কাগজ পএ তৈরি করে, ক্ষমতার অপব‍্যহার করে, মানুষকে জিম্মি করে  ইনকাম করেন কোটি কোটি  টাকা। সরকারি  গাছ কাটা, সরকারি  জমি বিক্রি , মানুষকে ঘরে বন্দিকরে নির্যাতন, মিথ‍্যা মামলা সহ  নানা অপকর্মে লিপ্ত হন  মির মেহেদী  হাসান।  এতো দিন ভয়ে মুখ খুলেন নি এলাকার মানুষ । সরকার পদত‍্যাগের পড়ে একের পড় এক অপকর্মের জট খুলতে থাকেন সান্দাবাসী। পুলিশের  হুমকি  দিয়ে ঘরবাড়ি দখলসহ, পুরো এলাকার জমি  নিজের আয়ত্বে নেন, এমনকি মানুষ  ও তার দাস হিসাবে পরিনত হতো। আওয়ামীলীগ  বিলুপ্ত হওয়ার পড়ে তার নামে সাভার  মডেল থানায়  একাধিক বার অভিযোগ  হয়েছে। তবুও থামছে না মির মেহেদী  হাসান। সাভার থানা অসহায়  পরিবার পূর্ণ বাসন বহু মুখী সমবায় সমিতি নাম ধারণ করে, অবৈধ  ভাবে গড়ে তোলেন প্রতিষ্ঠান।  নির্বাচন  ছাড়াই সভাপতির দাবিদার মির মেহেদী  হাসান।  বর্তমান সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ  করছি যে, এক নম্বর  ছিটার, বাটপার, ঠকবাজ, প্রতারক  ও  চক্র পুরো দল সহ দলের নেতা আওয়ামীলীগের  সদস্য  মির মেহেদী  হাসান কে খুবই  দ্রুত আইনের আওতায়  এনে দৃষ্টান্ত  মূলক শাস্তির ব‍্যবস্থা করুন।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...