Breaking News

গাইবান্ধা সদর থানার আইনশৃঙ্খলার উন্নতি ওসি মাসুদ রানা'র কৌশলী ভূমিকা | N NEWS 24

 


মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

অতীতের যে কোন সময়ের তুলনায় গাইবান্ধার সদর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকে পাল্টে গেছে গোটা থানা এলাকার চিত্র এমনটাই দাবি করেছেন সদর থানা এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। 

গাইবান্ধা সদর থানা চর ও নদী বেষ্টিত হওয়ায়  একটা সময় ছিলো মাদক জুয়া ও সন্ত্রাসীদের অভয়াশ্রম। সময়ের ব্যবধানে সদর থানা এখন অনেকটাই মাদক ও জুয়া মুক্ত।

বিএনপি জামায়াত অধ্যুষিত সদর থানা সব সময় যেন রাজনৈতিক সংঘাত সহিংসতা লেগেই ছিলো। সভা সমাবেশ মিছিল মিটিং লেগেই থাকতো  চলতো অরাজকতা । সময়ের ব্যবধানে এখন মিছিল মিটিং ও অরাজকতা অনেকটাই  শুন্য । উপদ্রব নেই কিশোর গ্যাং এর।

পলাশবাড়ী গাইবান্ধা সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই চুরি হতো। অবিশ্বাস্য হলেও সত্য পলাশবাড়ী গাইবান্ধা সড়ক ছাড়াও ব্রক্ষপুত্র নদী এখন ডাকাত মুক্ত। রাত পোহালেই শুনতে হয়না অটো ছিনতাই ও চুরির কথা।

সদর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারন জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় দল মত নির্বিশেষে সকলের সহযোগিতার কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আজ এই উন্নতি । যত দিন সদর থানায় থাকবো সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। মাদক সন্ত্রাস জুয়া, চুরি, ডাকাতি ছিনতাই ও জঙ্গিবাদ রোধকল্পে সদর থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...