Breaking News

রূপসার আইচগাতি ক্যাম্প পুলিশের অভিযানে ৫০০ গ্ৰাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | N NEWS 24

 


ডেস্ক রিপোর্টঃ

খুলনা জেলার রূপসা থানার আইচগাতি  ক্যাম্প পুলিশের  অভিযানে ৫০০ গ্ৰাম গাঁজাসহ ২টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সোহাগ হাওলাদার ( ৩৪ ) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। 

গত  ৩০ জুন রাত সাড়ে ১২টার দিকে  আইচগাতি  পুলিশ  ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এ  অভিযান পরিচালনা করা হয়।

রূপসা  উপজেলার আইচগাতি  এলাকার রাজাপুর গ্রামের পপুলার জুটমিলের পার্শ্ব থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১২ ঘটিকার দিকে এস আই  মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে আইচগাতি পুলিশ ফাঁড়ির  একটি  চৌকস টিম আইচগাতি এলাকায় অভিযান পরিচালনা করে।

ঘটনা স্থলে আটককৃত ব্যক্তির হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০গ্ৰাম  গাঁজা জব্দ করা হয়। 

আটককৃত সোহাগ হাওলাদার খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

আইচগাতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান , ‘আটককৃত সোহাগ হাওলাদারের বিরুদ্ধে রূপসা থানায় ১৩ টি মামলা চলমান।

 গতকালের ৫০০ গ্ৰাম গাঁজা উদ্ধারের ঘটনায় রূপসা  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

 মামলা নং-০২,  তারিখ- ০১/০৭/২০২৪ ইং। আটককৃত সোহাগকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...