Breaking News

জয়পুরহাটের পাঁচবিবিতে ২ ট্রাকের মুখোমুখি সংর্ঘষ, আহত-২ | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে তেলবাহী লরি ও পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন আহত হয়েছে। আজ বুধবার ৩ জুলাই সকাল ১০টায় হিলি- জয়পুরহাট রোডের পাঁচবিবি পৌর সভার মেইন গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

এতে ট্রাকের ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার চুয়াডাহা গ্রামের আছানুর রহমানের পুত্র রুবেল হোসেন(৪০) ও  লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টুঙ্গুয়া গ্রামের সুখলালের পুত্র সুজন(৩০) আহত হয়।

তাদের পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, সকাল ১০ টার হিলি থেকে ছেড়ে আসা পদ্মা অয়েলের একটি লরি এবং জয়পুরহাট থেকে একটি পাথরবাহী ট্রাক দ্রুত গতিতে আসার সময় পাঁচবিবি পৌর সভার মেইন গেটের সামনে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ট্রাকের সামনের অংশ গুঁড়িয়ে   ড্রাইভার সেখানে আটকে পড়ে।

স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে আটকে পড়া ড্রাইভার হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

এসময় জয়পুরহাট - হিলি মেইন রোডের এ দূর্ঘটনার কারনে দীর্ঘ ২ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিড়ম্বনায় পড়েন দুরপাল্লার যাত্রীরা।

এ অবস্থায় পাঁচবিবি পৌর সভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান ঘটনা স্থলে উপস্থিত হন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচলের ব্যবস্থা করেন।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...