Breaking News

হাসি মুখে সেবা প্রদানের জন্য উদাত্ত আহ্বান সরকারি কর্মচারীদের | N NEWS 24


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

হাসি মুখে সেবা প্রদানের জন্য সরকারি কর্মচারীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব খোরশেদা ইয়াসমীন। তিনি বলেন, ’শুদ্ধ চর্চার মাধ্যমে দূর্ণীতি প্রতিরোধ করা সম্ভব। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোন প্রকার অনৈতিক সুযোগ-সুবিধা নেয়া যাবে না। হাসি মুখে সেবা প্রদানের জন্য সরকারি কর্মচারীদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। কোন অভিযোগ নিয়ে আসার জন্য, দূর্ণীতি দমন কমিশনের দ্বার সবার জন্য উন্মুক্ত।

রোববার দুপুরে জেলা শহরের শেখ রাসেল পৌর অডিটরিয়ামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়  কুড়িগ্রামের আয়োজনে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণশুনানীতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সঞ্চালনায় জেলার ৪১ টি সরকারি দপ্তরের  সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার, ঘুষ দিতে বাধ্য, বঞ্চনার শিকার ইত্যাদি নানান বিষয়ে ৬০ জন  সেবা গ্রহীতারা তাদের অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন এবং তাৎক্ষনিকভাবে সেগুলোর সমাধান দেয়া হয়। এসব অভিযোগের পর্যালোচনা করে দেখা যায়, জেলার হাসপাতাল, বিআরটিএ, গণপূর্ত, খাদ্য অধিদপ্তর, পাসপোর্ট অফিস, জেল হাজত, পোস্ট অফিস ইত্যাদি সরকারি দপ্তরগুলোতে মানুষ বেশি হয়রানীর শিকার হচ্ছে।

সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ গণশুনানী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক তালেবুর রহমান, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, দুদক কুড়িগ্রামের উপপরিচালক মোঃ সিরাজুল হক প্রমুখ।

No comments

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা: জনসচেতনতার উপর গুরুত্বারোপ | N NEWS 24

  মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ ধামইরহাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির...