ব্রজবালক বৈদিক গীতা বিদ্যানিকেতন কর্তৃক দ্বিতীয় গীতা স্কুল উদ্বোধন | N NEWS 24
ডেস্ক রিপোর্টঃ
গীতার আলো ঘরে ঘরে জ্বালো৷ গীতার এই শ্লোগানকে সামনে রেখে "ব্রজবালক বৈদিক গীতা বিদ্যানিকেতন" সনাতন ধর্মের প্রসার এবং ধর্ম শিক্ষার জন্য মন্দিরে গীতা স্কুল পরিচালনার উদ্যেগ গ্রহণ করে৷ গত দুর্গাপুজায় উক্ত সংগঠনটি ২৭ জন সদস্য নিয়ে গঠিত হয়। যার মূল কেন্দ্র ব্রাহ্মণের বাসা সার্বজনীন দুর্গামন্দির, রাজারহাট, কুড়িগ্রাম । এর পরেই তারা ১৫ জন বিদ্যার্থী নিয়ে প্রথম গীতা স্কুল উদ্বোধন করে কাসেমবাজার সার্বজনীন দুর্গামন্দিরে। বর্তমানে সেখানে বিদ্যার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে আরো একটি গীতা স্কুলের উদ্বোধন ৭ই জুন ২০২৪ ইং রোজ শুক্রবার, দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও কালিমন্দিরে দুপুর ৩ ঘটিকায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অর্ধশত এরও বেশি বিদ্যার্থীদের উপস্থিতে "ব্রজবালক বৈদিক গীতা বিদ্যানিকেতন" এর সভাপতি শ্রী জীবন রায় ধনেশ, প্রশিক্ষক শ্রী বিপ্লব কুমার রায় ও বিথী রানী রায়, পল্লব কুমার দাস, লাবণ্য রায়, অর্পিতা মোহন্ত, দৃষ্টি রানী রায় ভক্তি, দিপিকা রানী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন মন্দির কমিটির সদস্য, সনাতন সেবক সংঘের প্রশিক্ষক শ্রী জীবন কুমার রায়, পরেশ চন্দ্র বর্ম্মণ,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রাজারহাট উপজেলার সভাপতি, শ্রী রতন রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তাপস কুমার রায় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে গীতা শিক্ষার বিকল্প নেই। সংগঠনটির গঠনতন্ত্র এবং লক্ষ এবং উদ্দেশ্যকে সামনে রেখে সবাইকে গীতা শিক্ষার জন্য উক্ত মন্দিরে আহ্বান করে "হরে কৃষ্ণ" মহামন্ত্র নামের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি হয় ।
No comments