Breaking News

জাতীয় শহীদ-মিনারে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কলোনী স্থায়ী পূর্নবাসন দাবিতে দুইদিন-ব্যাপী মানববন্ধন করে | N NEWS 24

 


ডেস্ক রিপোর্টঃ

মিরনজিল্লা হরিজন কলোনী স্থায়ী পূর্নবাসন মানে না। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশন সহ সকল হরিজন পল্লী বসবাসরত ভূমিহীন হরিজনদের নামে স্থায়ীভাবে বরাদ্দ সহ হরিজন জনগোষ্ঠীর জীবন-জীবিকা, আর্থ-সামাজিক, উন্নয়ন, সোম-অধিকার, মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠানের দাবিতে দুইদিন-ব্যাপী মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। বাংলাদেশের জাতীয় শহীদ


-মিনারে গত-কাল 19 জুন ২০২৪ রোজ বুধবার দুপুর ১২.০০ হতে  ঢাকার হরিজন কলোনি হতে হরিজনদের উপস্থিতি আলোচনা সন্ধ্যায় বিক্ষপ প্রতিকি মোমবাতি প্রজ্জলন করেন।

আজ ২০ জুন ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ঢাকার হরিজন কলোনী হতে এবং বিভিন্ন জেলা হতে হরিজনদের উপস্থিতি হয় আলোচনায়। দুপুর ০১.৩০ টায় নিরবতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি করেন কৃষ্ণলাল,মহাসচিব নির্মল চন্দ্র দাস, হরিজন সমিতির কৃষ্ণচরণ কুঞ্জমাল,মহেন্দ্র কুমার নাথ যুব সাধারণ সম্পাদক বাংলাদেশ ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ, অন্যতম প্রেসিডেন্ট কাজল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, অ্যাডভোকেট উৎপল বিশেষজ্ঞ নেতারা বক্তব্য রাখেন।

No comments

পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে জনতার হাতে আটক | N NEWS 24

  মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য  কে  জনতা  আটক  করে পাঁচবিবি থানা প...