Breaking News

ধুনটে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কাটায় একজনকে ৩ মাসের কারাদণ্ড | N NEWS 24

 


ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার ধুনটে ইউনুস আলী (৪০) নামের এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ জুন সোমবার ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান এ দন্ডাদেশ দেন।

জানা যায়, উপজেলার চিকাশী ইউনিয়নের চাপড়া গ্রামে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটতে ছিলো একই ইউনিয়নের জোড়শিমুল গ্রামের সোহরাব হোসেনের ছেলে ইউনুস আলী। সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাপড়া গ্রাম থেকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ইউনুস আলীকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হেফাজতে পাঠায়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইউনুস আলী নামের একজনকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...