Breaking News

খুলনা হতে দেশীয় তৈরী ১টি ওয়ানশুটার গান সহ ০১ জনকে আটক করেছে র‍্যাব-৬ | N NEWS 24

 


উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টারঃ

খুলনা হতে দেশীয় তৈরী ০১টি ওয়ানশুটার গান সহ হাফিজ খাঁকে আটক করে র‍্যাব-৬।হাফিজ খাঁ ডুমুরিয়া থানিধীন বাদুরগাছা গ্রামের মালেক খাঁর পুত্র।

র‍্যাব -৬ সুত্র থেকে জানা যায়,গত ০২ জুন খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন শান্তিনগর গ্রাম এলাকায় ০১ জন ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। 

আভিযানিক দলটি উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮ টা ৩০ মিনিটের সময় বটিয়াঘাটা থানাধীন শান্তিনগর দাড়োগাভিটা মোড় বাজারের বটিয়াঘাটা টু গল্লামারি পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ডুমুরিয়া থানাধীন কৈয়াবাজার বাদুরগাছা এলাকার মালেক খাঁ এর পুত্র   মোঃ হাফিজ খাঁ (৩০) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার পূর্বক জব্দ করে। 

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

No comments

জয়পুরহাটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন | N NEWS 24

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট পৌরসভার আওতাধীন ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পা...