Breaking News

যশোর বেনাপোল পোর্ট থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোহাম্মদ আলী ওরফে রনিকে আটক করেছে র‍্যাব-৬ | N NEWS 24

 


ডেস্ক রিপোর্টঃ

যশোর বেনাপোল পোর্ট থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোহাম্মদ আলী ওরফে রনিকে আটক করে র‍্যাব-৬, যশোর ক্যাম্প

শার্শা থানার মামলার সুত্রে জানা যায়,সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা রয়েছে যার নং-০৬, তারিখ- ০৪ মার্চ ২০২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ) মামলার আসামী মোহাম্মদ আলী ওরফে রনি (৩০) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচার শেষে ঘটনার সাথে আসামী মোহাম্মদ আলীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং  ৩০ মে আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য যশোর জেলার শার্শা থানা পুলিশকে দায়িত্ব প্রদান করেন। 

 র‌্যাব-৬, যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জুন ৩ টা ৩৫ মিনিটে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলী ওরফে রনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর এলাকায় অবস্থান করছে। 

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ৪ টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মৃত হান্নান মিয়ার পুত্র মোহাম্মদ আলী ওরফে রনি (৩০) সাদিপুর এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ০৪ মার্চ ২০২১ সালে বিপুল পরিমান  ফেন্সিডিল সহ যশোর জেলার শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী প্রায় নয় মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল।

পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা: জনসচেতনতার উপর গুরুত্বারোপ | N NEWS 24

  মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ ধামইরহাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির...