গাইবান্ধা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা মূলক টাকা আত্মসাৎ মামলার প্রধান আসামী আটক | N NEWS 24
গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানাই
র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এর অভিযান: অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা মূলক ভাবে টাকা আত্মসাৎ মামলার এজাহারনামীয় প্রধান আসামী আটক।
এজাহারের সংক্ষিপ্ত বিবরণ এই যে, বাদী এম এম হাবিবুর রহমান (৫৩), পিতা-মৃত মোজাহার আলী, সিনিয়র প্রশাসনিক ব্যবস্থাপক, বিগবস কর্পোরেশন লিঃ এর কোম্পানীতে কর্মরত আসামী ১। মোঃ নাহিদুল ইসলাম (৩২), পিতা-মোজাম্মেল হক, মাতা-মোছাঃ লুৎফন নেছা, সাং-জলিসা, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী ও ২। মোঃ বাপ্পী জোমাদ্দার (৩২), পিতা-আঃ জব্বার জোমাদ্দার, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠিদ্বয় চাকুরী করিত। চাকুরীকালীন সময় আসামীদ্বয় কোম্পানীতে লোক নিয়োগ করা, শ্রমিক কর্মচারীর পার্সোনাল ফাইল তৈরী করা, বেতন শীট তৈরি করা, ব্যাংক এ্যাকাউন্ট তৈরির আনুষাঙ্গিক কাজ করাসহ অন্যান্য দায়িত্বে থাকাবস্থায় বিভিন্ন তারিখ ও সময়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা মূলক ভাবে সর্বমোট ১৭,৫০,২৭৬/- টাকা আত্মসাৎ করিয়া কোম্পানী হইতে চলিয়া যায় মর্মে বাদী গাজীপুর মহানগর কাশিমপুর থানায় একটি এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে গাজীপুর মহানগর কাশিমপুর থানার মামলা নং-০৭/১৩০, তারিখ: ০৭ জুন ২০২৪ ইং, ধারা: ৪০৮/৪২০ পেনাল কোড রুজু হয়। এর ধারাবাহিকতায় অদ্য ২৪/০৬/২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় টহল ডিউটি করাকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারা যায়, বর্ণিত প্রতারনা মামলার এজাহার নামীয় পলাতক ০১নং আসামী মোঃ নাহিদুল ইসলাম (৩২), পিতা-মোজাম্মেল হক, মাতা-মোছাঃ লুৎফন নেছা, সাং-জলিসা, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী আত্মগোপন অবস্থায় গাইবান্ধা জেলার সদর থানাধীন তুলশীঘাট এলাকায় রয়েছে। অতঃপর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত স্থানে ইং ২৪/০৬/২০২৪ তারিখ ১১.০০ ঘটিকায় উপস্থিত হয়ে এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ নাহিদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেন।
বর্ণিত প্রতারনা মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে সে স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট গাজীপুর মহানগর কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments