বাহুবলে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত প্রায় দুই লাখ টাকার মালামাল লুট আদালতে মামলা | N NEWS 24
স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হুবল উপজেলার কটিয়াদি বাজারের ব্যবসায়ী আব্দুল গণিকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল গণি।
মামলা সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের কাজিহাটা গ্রামের কন্ঠু মিয়ার ছেলে মোঃ আব্দুল গণি গত রবিবার প্রতিদিনের ন্যায় স্থানীয় পূর্ব কটিয়াদি বাজারে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কাশফুল দোকানে যান।তিনি ব্যবসা পরিচালনা করা অবস্থায় বিকাল সাথে ৫ টার দিকে হঠাৎ কাজিহাটা গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে আকল মিয়,মৃত তৈয়ব উল্লাহর ছেলে বাচ্চু মিয়া ও আকল মিয়ার ছেলে সুজন মিয়ার নেতৃত্বে কয়েকজন মিলে আব্দুল গণির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় আব্দুল গণি তাদের কাছে গালিগালাজের কারণ জানতে চাইলে, আকল মিয়া, বাচ্চু মিয়া ও সুজন মিয়া সহ তাদের লোকজন আব্দুল গণির উপর হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র সশস্ত্র দিয়ে আব্দুল গণিকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এসময় তার মালিকানাধীন কাশফুল দোকানে ঢুকে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও দোকানে রক্ষিত ১ লাখ ২০ হাজার টাকা এবং বাচ্চাদের দুধ সহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এ অবস্থায় আব্দুল গণি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি চিকিৎসাধীন থাকায় গত ৫ জুন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত(৯) এ আব্দুল গণি বাদী হয়ে কাজিহাটা গ্রামের আকল মিয়া, বাচ্চু মিয়া, সুজন মিয়া, আউয়াল মিয়া,সফিক মিয়া,সিতার মিয়া ও তাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করেন।বর্তমানে আব্দুল গণির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।
মোছাঃ নিছফা আক্তার
বাহুবল, হবিগঞ্জ
No comments