Breaking News

জয়পুরহাটের আক্কেলপুরে পর্নোগ্রাফি বিক্রয়চক্রের মূল হোতাসহ আটক ৩ | N NEWS 24

  


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুহাটের আক্কেলপুর থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়চক্রের মূলহোতাসহ ০৩ সদস্যকে  আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ি গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে

পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও সরবরাহকারী মূলহোতা জাহিদুল ইসলাম (৩৩)সহ নওগাঁ জেলার বদলগাঁছী থানার পূর্ব খাদাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে

আবুল কালাম (৪০) ও পশ্চিম খাদাইল গ্রামের আজিজুল হকের ছেলে রিপন হোসেন (৩০) এবং আক্কেলপুর ঘোষ পাড়া এলাকার শ্রী রণজিৎ ঘোষের ছেলে শ্রী বণিক ঘোষ(৩৮) কৌশলে পালিয়ে যায়।

রবিবার (২৩ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের চৌকস অপারেশনাল দল গতকাল রাতে জেলার আক্কেলপুর কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটককৃতরা আক্কেলপুর কলেজ বাজার এলাকায় পর্ণগ্রাফি চক্রের মূলহোতা জাহিদুলের নেতৃত্বে তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিক্সে অশ্লীল সিনেমা ও  ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার

পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে  আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...