Breaking News

মাধবপুর থানার বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও ০৫ জন জুয়াড়ীসহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার | N NEWS 24


হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম(সেবা) নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান পিপিএম ও ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানদের সাবির্ক তত্বাবধানে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ১নং ধর্মঘর ইউ/পির অন্তর্গত দক্ষিন ধমর্ঘর সাকিনন্থ আব্বাছ আলীর বাড়ীর আসামী আলফাজ মিয়ার বসত ঘর তল্লাশী করিয়া আসামীর বসত ঘরে থাকা খাটের নিচে হইতে অদ্য ২৮/০৬/২০২৪/ ঘটিকার সময়  মোঃ আলফাজ মিয়া (৫৫) পিতা-মতৃ সমজ আলী, মাতা-মত সোনাচাঁন, সাং-দক্ষিন ধর্মঘর (আব্বাছ আলীর বাড়ী), ১নং ধর্মঘর ইউ/পি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বাজারের ব্যাগের ভিতরে ৪০ (চল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০১জন আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু হয়। 

এছাড়াও মাধবপুর থানাধীন ০৫নং আন্দিউড়া ইউনিয়নের অর্ন্তগত হরিশ্যামা সাকিনের পলাতক আসামী সফিকুল ইসলাম (৩৩), পিতা-মৃত আঃ শহিদ এর বসত ঘর থেকে অদ্য ২৮/০৬/২০২৪ ইং তারিখ ০০.৪৫ ঘটিকার সময় ১। আবুল খাঁন (৪৩), পিতা-মৃত আবু সামা খাঁন, মাতা-ফুলনেছা বেগম, সাং-সুলতানপুর, ৫নং আন্দিউড়া ইউপি, ২। কুদ্দুস মিয়া (৩৮), পিতা-আব্দুল মজিদ, মাতা-জোহরা খাতুন, সাং-হরিশ্যামা, ৫নং আন্দিউড়া ইউপি, ৩। জোবাইয় মিয়া (২৮), পিতা-মাতু মিয়া, মাতা- সামসুন্নেছা, সাং-বারো চান্দুরা, ৫নং আন্দিউড়া ইউপি, ৪। দুলাল মিয়া (৪১), পিতা-মৃত রেহান উদ্দিন,মাতা-আলেকচাঁন বেগম, সাং-হরিশ্যামা, ৫নং আন্দিউড়া ইউপি, ৫। ফয়সল মিয়া (৩০), পিতা-খলিলুর রহমান, মাতা-হিরা বানু, সাং-সুলতানপুর, ৫নং আন্দিউড়া ইউপি, সর্ব থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদেরকে আটক করা হয়।  উপস্থিত সাক্ষীদের সম্মুখে (ক) জুয়া খেলার মোট ১১,৯৬০/- (এগার হাজার নয়শত ষাট) টাকা, ০৩ (তিন) বান্ডিল জুয়া খেলার তাস  জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০৫জন আসামী ও পলাতক ০১ জন আসামীর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা রুজু হয়।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...