Breaking News

গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর | N NEWS 24


ডেস্ক রিপোর্টঃ

গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেছেন, জেলা পরিষদ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অতি প্রাচীন এ প্রতিষ্ঠানটি রাজনৈতিক নেতৃত্ববিহীন, কেবলমাত্র সরকারি কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়ে আসছে । একটি কথা অনস্বীকার্য যে, যে কোন দেশের উন্নয়নের নেতৃত্ব নিতে হবে নির্বাচিত নেতৃবৃন্দকে । তবেই সুষম উন্নয়নের ছোঁয়া পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জেলা পরিষদের জেলার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে । জেলা পরিষদের উপজেলা পরিষদ পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সমন্বয় ও পর্যালোচনা করার ক্ষেত্রে ভূমিকাসহ পাঠাগার স্থাপন , জনপথ, কালভার্ট, ব্রিজ নির্মাণ, রক্ষনাবেক্ষন, বৃক্ষরোপন, খেলার মাঠ সৃজন, খেয়াঘাট ব্যবস্থাপনা, ডাকবাংলো ব্যবস্থাপনাসহ উপজেলা পরিষদ ও পৌরসভাকে সহায়তা ও উৎসাহ প্রদানের ক্ষেত্রে কাজ করে আসছে। এ ছাড়াও জেলা পরিষদ শিক্ষা, সংস্কৃতি, সমাজ-কল্যাণ, অর্থনৈতিক কল্যাণ, জনস্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ জেলার অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের ক্ষেত্রে কাজ করছে।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থার জায়গা থেকে জেলা পরিষদের নেতৃত্ব তথা জেলার উন্নয়নের নেতৃত্ব দেয়ার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিককে দায়িত্ব দিয়েছেন তা তিনি প্রতিপালনে সর্বাত্নক চেষ্ঠা করে আসছেন। এ ক্ষেত্রে তার প্রয়াসের বিন্দুমাত্র ঘাটতি হবে না – এ অঙ্গীকার তিনি গাইবান্ধা জেলাবাসীকে দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ আমি গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচিত একজন চেয়ারম্যান। কিন্তু জেলার উন্নয়নের নেতৃত্বের ক্ষেত্রে যে রাজনৈতিক নেতৃত্ব কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছি, আমার দৃঢ় বিশ্বাস কালের পরিক্রমায় উন্নয়নের ক্ষেত্রে জেলা পরিষদ নির্বাচিত জন প্রতিনিধিগণ এগিয়ে আসবেন। জনগণের আশা পূরণ করবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বাস, যে আস্থার অবস্থান থেকে আমাকে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন বিধায় আমি নির্বাচিত হয়েছি। তাই জেলা পরিষদের দায়িত্ব তথা গাইবান্ধা জেলার উন্নয়নের নেতৃত্ব প্রদানের দায়িত্ব পালনে যেন আমি যে কোন প্রকার ভয়, ভীতি, লোভ লালসা, প্রলোভন, দূনীতি, স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে পালন করতে পারি এ প্রার্থনা আমি সর্বশক্তিমান মহান আল্লাহ তালার কাছে করছি । একই সঙ্গে আমার সামগ্রিক কর্মকাণ্ড জেলার প্রতিটি সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করছি । পরিশেষে আমি গাইবান্ধা জেলার সকল কৃষক, মজুরসহ শ্রেণি পেশা নির্বিশেষে সকল গাইবান্ধাবাসীর দোয়া এবং সহযোগিতা কামনা করছি ।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...