Breaking News

শ্রীমঙ্গলে চা বাগানে ডাকাতির ঘটনায় চুনারুঘাটের ৪ ডাকাত গ্রেফতার | N NEWS 24

 


 চুনারুঘাট প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও  চা বাগানে ডাকাতির ঘটনায় চুনারুঘাটের ৪ ডাকাত কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা-বাগানের সহকারি ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি সংঘটিত হয় গত বছর  ২০২৩ সালের২২ নভেম্বর। 

উক্ত মামলার ঘটনায় গত বছরের ২৪ নভেম্বরে  লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে শ্রীমঙ্গল থানা পুলিশ । সম্প্রতি আটক এ ঘটনার মূল পরিকল্পনাকারী দূর্ধর্ষ ডাকাত হাবিবুর রহমান হাবিব ওরফে পাগলা হাবিব‘কে  গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনায় চা বাগানের চৌকিদারগন জড়িত ছিল মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। তাহার দেওয়া তথ্যমতে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও চা বাগানে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য চা বাগানের চৌকিদার ১। মোঃ লাল মিয়া (৩৫) পিতা-আব্দুল হামিদ, মাতা-রাবেয়া খাতুন, ২। হেলন মিয়া (৩৬) পিতা-মৃত সাহেব আলী, মাতা-মৃত তরিকুননেছা, ৩। রুবেল মিয়া (৩৯), পিতা-আব্দুস সাত্তার, মাতা-নুর চাঁন বিবি, ৪। মোঃ তৈফিক মিয়া (৩৯), পিতা-মকবুল হোসেন, মাতা-সুগেরা খাতুন, সর্বসাং-পারকুল, সর্ব থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই সাতগাঁও চা বাগানের চৌকিদার।

ডাকাতির ঘটনায় জড়িত গ্রেফতারকৃত উল্লেখিত আসামীদের আজ ২৬ জুন বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...