Breaking News

খেলার মাঠে পাথর খেলতে গিয়ে আহত দেখার যেন কেউ নেই | N NEWS 24



ডেস্ক রিপোর্টঃ

এই মাঠটি পাঁচথুপি নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচথুপি নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয় মিলে একটাই খেলার মাঠ।


নছরতপুর, পাঁচথুপি, বিষ্ণপুর, শ্যামবাড়ী, রুদ্রবাড়িয়া, ক্ষুদ্রপীড়হাটি, বহালগাছা সহ আশেপাশে আরো দুই তিনটা গ্রাম মিলে একমাত্র খেলার মাঠ আমাদের এই পাঁচথুপি নছতরপুর খেলার মাঠ।


আশে পাশে যেকোনো এলাকায় রাস্তার কাজ (হোক সেটা ৫-৭ কিলো দূরের কোনো রাস্তা; এলাকার যে কাউকে জিজ্ঞেস করলে এব্যপারে নিশ্চয়তা পাওয়া যাবে) বা অন্য যা কিছুই হোক, ঘুরে ফিরে কে বা কারা এই মাঠ পাথর-খোয়া রাখা, পিচ গলানো, বা অন্য যেকোনো কাজে ভাড়া দিয়ে থাকে।  কে বা কারা ভাড়া দেয় এখনো কোন সঠিক সন্ধান পাওয়া যায় নি। এলাকায় ছেলেপেলে অনেকবার কর্তৃপক্ষকে অনুরোধ করার পরোও এর কোনো সমাধান হয়নি।




প্রতিবার আশ্বাস দেওয়ার পরও, কাউকে কিছু না জানিয়ে হোক সেটা রাতের অন্ধকারে বা লোকচক্ষুর অগোচরে এই মাঠ ভাড়া দেওয়া হয়।


এই মাঠে ফুটবল-ক্রিকেট খেলতে গিয়ে  অনেকে অনেক ভাবে আহত হয়েছে।


আশেপাশের গ্রামের সব ছেলেপেলের প্রানের দাবি এই খেলার মাঠ পরিষ্কার রাখা! কয়দিন আগেও এই মাঠে "চৌকিবাড়ী ইউনিয়ন ক্রিকেট চ্যাম্পিয়নশিপ" টুর্নামেন্ট খেলেছি। সামনে "চৌকিবাড়ী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট" হওয়ার কথা ছিলো, কিন্তু মাঠের এই বেহাল দশায় মাঠ আর খেলার উপযুক্ত নাই।


সকলের প্রানের দাবি দ্রুত এই মাঠ পরিষ্কারপূর্বক আগামীতে মাঠে এমন কিছু না ঘটুক সেটা নিশ্চিত করা।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...