দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | N NEWS 24
ডেস্ক রিপোর্টঃ
খুলনার তেরখাদা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এবং তেরখাদা উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ২০ জুন সকাল ১০টার দিকে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডি এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউনুস আলী ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান , তেরখাদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে কৃষ্ণ মেনন রায় , শেখ মোঃ মোহসিন ও বুলবুল আহমেদ , ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খাতুন , উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান , উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ , উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকার , উপজেলার দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন , শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম , মাওলানা ফয়জুল্লাহ ইউপি মেম্বার জাহাঙ্গীর মুন্সি ও সমিরন নেছা ।
প্রশিক্ষণে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার , ইউপি মেম্বার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
No comments