Breaking News

বালিয়াকান্দিতে আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত | N NEWS 24

 


বালিয়াকান্দি.রাজবাড়ী প্রতিনিধিঃ 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এহসানুল হাকিম সাধন, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাই চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু, নারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, বালিয়াকান্দি উপজেলায় কোন প্রকার সহিংসতা ও নাশকতার সিন্হ মাত্র নেই। এই উপজেলা অত্যান্ত শান্তি প্রিয় অবস্থায় চলছে। দু একটি ছোটখাটো ঘটনা থাকবেই। যেসব ঘটনা নিয়ে বড় করে চিন্তা করার কোন বিষয় নেই। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনি প্রতিনিধিগণ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...