Breaking News

পলাশবাড়ীতে মসজিদের কাজের দোহাই দিয়ে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ | N NEWS 24


ডেস্ক রিপোর্টঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তার গাছকেটে মসজিদের কাজের দোহাই দিয়ে বিক্রির অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড় রিমেল'এর প্রভাবে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তার দুটিগাছ উপরে যায় এবং একটি গাছের মাথা ভেঙ্গে যায়। এই সুযোগে একটি সার্থন্নেষি মহল পূর্বের ন্যায় মসজিদের কাজের দোহাই দিয়ে গাছ তিনটি বিক্রির প্রস্তুতি নেয়,ইতি পূর্বেও তারা একই রাস্তার ৭টি গাছ মসজিদের কাজের দোহাই দিয়ে বিক্রি করেছে, এসময় খবর পেয়ে সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছলে মসজিদ কমিটির সভাপতি, আবুল কালাম আজাদ ও তার সহোযোগিরা বিভিন্ন প্রভাব দেখায় এবং আবুল কালাম আজাদের সহোযোগি সরোয়ার মন্ডল ও আব্দুল্যা আল মামুন কায়েস সহ ৪/৫ জন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে মারমুখি হলে সাংবাদিকগণ সেখান থেকে চলে আসেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করেন।

উপরোক্ত বিষয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ মহোদয়ের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আপনারা ইউএনও সাহেবকে জানান আমি ও বিষয়টি ইউএনও সাহেবকে দেখার জন্য বলছি।



এবিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মহোদয়ের সাথে সাংবাদিকের মুঠোফোনে কথা হলে তিনি জানান আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ২নং হোসেনপুর ইউনিয়নের তহশিলদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ইউএনও স্যার আমাকে বিষয়টি অবগত করেছেন আমি যেতো দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এবিষয়ে ইউনিয়ন পরিষদের সচিবের সাথে কথা হলে তিনি বলেন যেহেতু ইউনিয়ন পরিষদের রাস্তার গাছ সেহেতু গাছগুলো যাতে বিক্রি করতে না পারে আমি ওখানে গ্রাম পুলিশ পাঠিয়ে আটকানোর ব্যবস্থা করছি।

উল্লেখ- ইউএনও মহোদয় তহশিলদারকে অবগত করলে তহশিলদার ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করেন এবং সকলকে গাছে হাত দিতে নিষেধ করেন। ইউপি সচিব গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে তাকে নজরদারিতে রাখার নির্দেশ দেন। ইউএনও মহোদয়ের নির্দেশে তহশিলদার ৭জুন শুক্রবার সকালে গাছের গোড়ায় লাল পতাকা গেড়ে দেন। ৮জুন শনিবার গাছের গোলাই কাঠ গুলো তহশিলদারের তত্ত্বাবধানে ইউনিয়ন তহশিল অফিসে আনা হয়েছে।

No comments

জয়পুরহাটে এক ঘন্টার পুলিশ সুপার রোজা | N NEWS 24

জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটে এক ঘন্টার পুলিশ সুপার হলেন আমিনা ইসলাম রোজা। সোমবার ১১ টায় জয়পুরহাটের পুলিশ সুপারের কার্যালয়...