Breaking News

কাহালুতে দি রাইজিং ক্রিকেট স্টারস্ ক্লাবের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত | N NEWS 24

 


মোঃআশিকুর রহমান (সাজু)  স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার জেলার কাহালু উপজেলার এরুইল গ্রামের ঐতিহ্যবাহী 'দি রাইজিং ক্রিকেট স্টারস্ ক্লাব' অদ্য বেলা ১০.০০ ঘটিকা ইদ আনন্দ উপলক্ষ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। 

ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যদের সমন্বয়ে দুটি দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। সিনিয়রদের মধ্যে ম্যাচে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, মোঃ মতিউর রহমান টিটু, মোঃ নুর আলম, মুহাম্মদ আবদুল হান্নান লিংকন, মোঃ হারুনুর রশিদ, মোঃ তাজুল ইসলাম,  মোঃ রুবেল হোসেন, মোঃ আতিকুর রহমান রঞ্জু, মোঃ মোখলেছার রহমান মিন্টু, মোঃএনামুল হক মনি,মোঃ আব্দুর ওয়াহেদ,মোঃরায়হান  প্রমূখ। 

জুনিয়রদের মধ্যে অংশগ্রহন করেন জুয়েল হোসেন,আশিকুর রহমান সাজু, ফয়সাল,বিপ্লব বাবলা, মুন্না,রাকিবুল,নাঈম,সিয়াম,রকি,নাসিম,আকাশ সহ আরও অনেকে।

 মাঠে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুস সালাম, মোঃ বেলাল হোসেন এবং প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহীন ইকবাল সুজন।  ম্যাচ শেষে ম্যান অব দ্যা ম্যাচ আতিকুর রহমান রঞ্জুকে পুরস্কৃত করা হয়ে এবং উপস্থিত সকল খেলোয়াড়, সদস্য ও দর্শকের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।

No comments

পাঁচবিবিতে শর্ট সার্কিটের আগুনে পুড়ে দুই পরিবার নিঃস্ব | N NEWS 24

   জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে দুই পরিবার নিঃস্ব।  ২৩ ডিস...