Breaking News

পাঁচবিবির (উচনা) হাটখোলা কালী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত | N NEWS 24

 


জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা হাটখোলা কালী মন্দিরের বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ও দেশ মাতৃকার মঙ্গলআর্থে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন উৎসব অঙ্গন ২০২৪ 

২৯ শেষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ ১২ জুন বুধবার  শ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস। 

শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ৩০ শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ ১৩ই জুন  বৃহস্পতিবার অষ্টকালীন শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন। 

ভোগ মহোৎসব ৩১ শে জ্যৈষ্ঠ  ১৪৩১ বঙ্গাব্দ ১৪ জন শুক্রবার কুঞ্জভঙ্গ শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। 

ধুলট ও মহন্ত বিদায় ৩২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ ১৫ জুন শনিবার ধুলট মহন্ত বিদায়। 

লীলা কীর্তন পরিবেশনায় থাকছেন শ্রী অরবিন্দ চন্দ্র বর্মন দীপক আদিতমারী লালমনিরহাট। শ্রীমতি সীতা রানী সরকার লক্ষ্মী 

সৎ সঙ্গ  সম্প্রদায় তিনি এসেছেন পাঁচবিবি জয়পুরহাট। শ্রী প্রদীপ চক্রবর্তী শ্রীশ্রী শ্যামসুন্দর সম্প্রদায় পত্নীতলা নওগাঁ। অর্চনা রানী সরকার কাঙ্গাল সম্প্রদায় হাশ্বর, জয়পুরহাট।

এই অনুষ্ঠানের উপদেষ্টা মন্ডলী শ্রী বিশ্বনাথ বর্মন স্ত্রী প্রকাশ ঘোষ বিদ্যুৎ ঘোষ শ্রী মহাদেব বর্মন এবং সভাপতি পরেশ চন্দ্র বর্মন ও সহ-সভাপতি শ্রী শান্ত ঘোষ বলেন অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীর মানুষের মুখরিত। এ ব্যাপারে উপজেলার ধরনজী  ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র বর্মন বলেন উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে অষ্টমবল অনুষ্ঠান এই কালী মন্দিরে হয়ে থাকে এ বছরও আমরা এ আয়োজন করেছি এই উৎসবে জাতির ধর্ম নির্বিশেষে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের পদধুলায় আমাদের প্রেরণা।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...