Breaking News

নুরুল আলা নুর মাদ্রাসায় পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | N NEWS 24


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জের রহবল নূরুন আলা নূর হাফেজিয়া মাদ্রাসার তিন জন হাফেজ ছাত্র কে সনদি পাগড়ি প্রদান করা হয়েছে। মাদ্রাসায় পাঁচ শতাধিক সুধি জনের উপস্থিতিতে সনদি পাগড়ী পড়ান  আলহাজ অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সাহেব সাবেক সাংসদ শিবগঞ্জ বগুড়া।  

পাগড়ী গ্রহন করেন হাফেজ মো.আব্দুস সোবহান পিতা ফকির মামুন গ্রাম রহবল পূর্বপাড়া, হাফেজ মো.সজীব 

পিতা মোন্তাজ আলি গ্রাম রহবল পূর্বপাড়া, 

হাফেজ মো. হাবীব পিতা আব্দুল মমিন গ্রাম কাটাখালি, 

বীর মুক্তি যোদ্ধা সাইফুল ইসলাম বাবলু  সরকারের সভাপতিত্বে, হাফেজ মো. মামুনুর রশিদের সঞ্চালনায়, 

এসময় বক্তব্য রাখেন হাফেজ মো. লোকমান হাকিম খতিব ফাঁসিতলা জামে মসজিদ 

 আরো বক্তব্য রাখেন মাওলানা মো.মাহাবুবুর রহমান কুরিগ্রাম,

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী, 

সমাপনী বক্তব্য রাখেন, আলহাজ মাওলানা মো. 

বক্তব্য চলাকালে মুহতামিম হাফেজ মো.মামুনুর রশিদ মাদ্রাসায় পাঠদানে প্রয়োজনীয়  জিনিসের কথা তুলে ধরে বলেন লক্ষাধিক টাকার কাজ করতে হবে, তীব্র গড়মে বিদ্যুৎ না থাকলে ছাত্ররা অনেক কষ্ট করে পড়া শুনা করে  তাই একটি আই পি এস জরুরী প্রয়োজন, ক্লাস রুমের সিলিং বোর্ড লাগানো অতিবও জরুরী, ক্লাস রুমের বারান্দার টিন নষ্ট হওয়ায় একটু বৃষ্টিতেই কষ্ট করতে হয় ছাত্রদের।

শাহাদাতুজ্জামান সাহেব, এ সময় তিনি, সুরা কাহাফের উপর আমোল করার কথা বলেন দাজ্জালের ফেতনা থেকে বাচতে উদ্বুদ্ধ করেন।

No comments

পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে জনতার হাতে আটক | N NEWS 24

  মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য  কে  জনতা  আটক  করে পাঁচবিবি থানা প...