Breaking News

বগুড়ার বনানীতে আবাসিক হোটেলে মা-ছেলের গলা কাটা লাশ উদ্ধার | N NEWS 24

 


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের বনানী বাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও তাঁর এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে ৩০১ নম্বর কক্ষে এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি (২০) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। অভিযুক্ত সেনাসদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।

শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল হক তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রীযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল হক। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে।

No comments

পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে জনতার হাতে আটক | N NEWS 24

  মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য  কে  জনতা  আটক  করে পাঁচবিবি থানা প...