নারায়ণপুরে লাইফ স্কিল সেমিনার অনুষ্ঠিত | N NEWS 24
বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহিদেব যুব সমাজ কল্যান সমিতির আয়োজনে কিশোরীদের বাল্যবিবাহ শারীরিক ও মানষিক প্রভাব বিষয়য়ক লাইফ স্কিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারায়নপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের মিরকামারী উচ্চ বিদ্যালয়ে মহিদেব যুব সমাজ কল্যান সমিতি( এমজেএসকেএস) ও নারায়নপুর ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুভ উদ্ভোধন করেন মোঃ আব্দুর রহিম মোল্লা,এরপর মিরকামারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা,নারায়ণপুর ইউনিয়ন যুব সংগঠনের সহ সভাপতি মোছাঃ ছালমা আক্তার সুমি,বাল্যবিবাহ,মেয়েদের মাসিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন,এরপর প্রধান আলোচক ডা জাকারিয়া আল জিহাদ বাল্যবিবাহের ফলে শারিরীক ও মানসিক প্রভাব নিয়ে বাস্তব অভিঙ্গতা সেয়ার করেন,এর পর সংগঠনের ক্যাশিয়ার জাহিদুল ইসলাম ও য়ুগ্ন সম্পাদক হাবিবুর রহমান নারায়ন পুর ইউনিয়ন যুব সংগঠনের লহ্ম্য ও উদ্দেশ্য আলোচনা করেন,এরপর মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সিএনবি প্রকল্প ফিল্ড ফ্যাসিলিটেটর গোবিন্দ মালাকার সেশনের কথার সাথে বাল্যবিবাহ কি আলোচনা করেন,এরপর নারায়নপুর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহ আলম সভা সমাপ্ত করেন।
No comments