রাজবাড়ীতে কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু | N NEWS 24
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।
সোমবার বিকাল ৪ টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খেয়ে ইমরানের গলায় আটকে যায়। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই মোঃ নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
Post Comment
No comments