Breaking News

রুহানি ফয়েজ হাসিলের লক্ষ্যে ঢাকার উত্তরখানে ওরশ মোবারক অনুষ্ঠিত | N NEWS 24


ডেস্ক রিপোর্টঃ

শোয়েব হোসেন -- 

 সাফল্যের সাথে ৩য় তম বাৎসরিক ওরশ মোবারক-২০২৪ অনুষ্ঠিত হয়ে গেলো ২৩শে মে ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরাস্থ হযরত শাহ কবির (রহ:) মাজার, উত্তরখানে । 


খবরে প্রকাশ,  বাংলাদেশের সকল ওলী আউলিয়াদের রুহানি ফায়েজ হাসিলের লক্ষ্যে এবং বিশ্ব নবীর মহাধর্ম মানব কল্যাণ সুপ্রতিষ্ঠা কল্পে উক্ত ওরশ মুবারকে উয়ায়েসি তরিকার সকল ভক্তবৃন্দ এবং বাংলাদেশ তরিকত-এ-ইসলামী দলের সম্মিলিত সার্বিক সহযোগিতায় সকল তরীকার পুনর্মিলনীর আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে মিলাদ কিয়াম, তবারক বিতরণ, ইসলামি সংগীত, রাসূল(সা:) এর রিসালাত ও আহলে বায়াত পাক-পাঞ্জাতন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে প্রধান অতিথি হিসেবে ছিলেন পীরে কামেল, বর্তমান জামানার শ্রেষ্ঠ মোজাদ্দেদ উয়ায়েছি ফকির হযরত শাহ সুলতানী বাচ্চু শাহ উয়ায়েছি(উয়ায়েছি দরবার শরীফ, ঘিওর বাজার, পীরগঞ্জ রোড, গোপালনগর, ঘিওর, মানিকগঞ্জ)।সভাপতিত্ব করেন মোঃ এনামুল হাসান খান (সিআইপি), সভাপতি, হযরত শাহ কবির (র:) মাজার ওয়াকফ এস্টেট, চেয়ারম্যান-প্রমি গ্রুপ। 


আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন (কাউন্সিলর, ৪৫ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), মোঃ নুরুল আমিন অরুণ (সভাপতি, হযরত শাহ কবির (র:) আশেকান ফাউন্ডেশন),মোঃ আতিকুর রহমান মিলন (সাবেক সাধারণ সম্পাদক, উত্তরখান ইউনিয়ন আওয়ামীলীগ), মোঃ মাহমুদুল হাসান রাসেল (সাবেক সাংগঠনিক সম্পাদক, উত্তরখান থানা আওয়ামী লীগ),আলহাজ্ব মোহাম্মদ সাগর আহমেদ (চেয়ারম্যান, ইভি টেক্স লি:),জনাব নূর মোহাম্মদ বেপারী( বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক), সৈয়্যদা সারওয়ার এ জাহান রত্নাজী(সহকারি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), শাহ সুফি মাইনুল কবির চিশতী মিরপুর-১(সুফিবাদি তাফসীরুল কুরআন গবেষক ও আধ্যাত্মিক লেখক)। 


অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মইনুদ্দিন।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাবের আহমেদ( সুরেশ্বরী),  মো : মেহেদী হাসান খান তনয়,শাহ সুফি আজহার চিশতী, পীরজাদা শাহ পাঞ্জু উয়ায়েছি,শাহ আবু হানিফ পান্নু উয়ায়েছি এবং শাহ ইয়ার আলম উয়ায়েছি প্রমুখ। 


অনুষ্ঠানটির  সঞ্চালনায় ছিলেন মো: মাসুদ পারভেজ (সাধারণ সম্পাদক, হযরত শাহ কবির রহ. আশেকান ফাউন্ডেশন), বি এম আলমগীর (যুগ্ম সাধারণ সম্পাদক, হযরত শাহ কবির রহ. আশেকান ফাউন্ডেশন), শাহ মমতাজ উদ্দিন উয়ায়েছি ( সাংবাদিক, উত্তরা, ঢাকা) এবং শাহ বাবুল উয়ায়েছি (সাংবাদিক, ধামরাই, ঢাকা)। অনুষ্ঠানটির আহবায়ক ও নিবেদক হিসেবে ছিলেন শাহ মোহাম্মদ শাহাদাত হোসেন উয়ায়েছি(উয়ায়েছি দরবার শরীফ, শাহ কবির মাজার, উত্তরখান, ঢাকা)। উক্ত অনুষ্ঠানে সকল তরিকা পন্থী ব্যক্তিবর্গ ছাড়াও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিদেরকে উপস্থিত দেখা যায় । অনুষ্ঠানের স্লোগান রাখা হয়েছিল, 


" সুন্দর সত্য যাহা, সকলেই মানিব তাহা। " 

এবং 

"কোরআন পাঠ কর,নিজেকে চিন,আল্লাহকে স্মরণ কর।" 


উক্ত অনুষ্ঠানটি বাদ মাগরিব  শুরু হয় এবং প্রায় মধ্য রাত পর্যন্ত স্থায়ী হয়।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...