Breaking News

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১ | N NEWS 24

 


গাইবান্ধা  প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। 


২৬মে রোববার  সকালে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ 

দুর্ঘটনা ঘটে। 


নিহত সুমন মিয়া (৪০) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। 


স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান  বলেন, রবিবার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। 


বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি। 


এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির হেলপারের মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...