Breaking News

নন্দীগ্রামে বছর না পেরোতেই রাস্তার বেহাল দশা,ফাটল ধরেছে কালভার্টে,ঝুকিতে এলাকাবাসী | N NEWS 24


নন্দীগ্রাম প্রতিনিধিঃ

নন্দীগ্রাম উপজেলার অন্যতম পরিচিত ব্যবসায়ীক এলাকা শিমলা বাজার হতে ২০০মি উত্তরে শিমলা-পন্ডিতপুকুর রোডের তারাটিয়া গ্রাম সংলগ্ন নির্মিত কালভার্টে ব্যাপক ফাটল ধরেছে।বিগত কয়েকদিনের সামান্য বৃষ্টিপাতের পরই এমন বেহাল দশার দেখা মিলেছে।কালভার্টটি অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় দুর্ঘটনার আতুরনিবাসে পরিনত হয়েছে।


বিভিন্ন যানবাহন কালভার্ট পেরোনোর সময় ভারসাম্যহীন হয়ে পড়ছে।এলাকাবাসীর দাবি ইরি ধানের মৌসুমে ধান ব্যবসায়ীরা যত্রতত্র ট্রাক দাড় করিয়ে লোড-আনলোড করেছে যা এই সড়কের উপরে রীতিমতো জুলুম।


তাই সামান্য বৃষ্টিপাতেই এমন অবস্থার উপক্রম।রাস্তা নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানকেও দূষছেন অনেকেই।নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কাজে নজরদারির অভাবে এমন অনুন্নত কালভার্ট নির্মিত হয়েছে।অতিসত্ত্বর এই কালভার্ট অপসারণ করে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার শিক্ষিত মহল।উপজেলা প্রকৌশলী যেন এ বিষয়ে সুনজর দেন এমনটাই প্রত্যাশা করেন শিমলা বাজারের ব্যবসায়ী মহল।

No comments

হাকিমপুরে পলিথিনের ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণের অভিযান ২ লাখ টাকা জরিমানা | N NEWS 24

গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃ দিবাজপুরের হাকিমপুর হিলিতে পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিবেশ ...