Breaking News

কাজিপুরে ও ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে ব্যপক ক্ষয়-ক্ষতি | N NEWS 24

 


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে সিমান্তে আসছে পড়ে ঠিক রাত নয় ঘটিকায়। এর প্রভাবে সিরাজগঞ্জের কাজিপুরে গভীর রাত থেকে শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি। 


সকাল থেকে শুরু হয়  প্রচন্ড ঝড় বৃষ্টি থেমে থেমে ঝড় বৃষ্টি হয় সারা দিন এতে করে ব্যপক ক্ষয় ক্ষতি হয় সিরাজগঞ্জের কাজিপুরে। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে ব্যপক গাছ-পালা ভেঙে পড়েছে কারেন্টের তার এর উপরে তারপরে অনেক জায়গায়  তার ছেড়ে গিয়েছে সকাল থেকে বিদ্যুৎ নাই কাজিপুরে নিউজ লেখা পযন্ত কারেন্ট এখনো আসে নাই আজকে রাতে আসবে কী,না তাও জানে নাই কাহারো কিন্তুু আমরা বিদ্যুৎ অফিসে কথা বলে জানতে পেরেছি তারা তাদের চেষ্টা করে যাচ্ছে কিন্তুু প্রচন্ড ঝড় বৃষ্টি থাকার কারুণে তারা কাজ করতে পারছে না। গাছ উপড়ে ঘর-বাড়ি চাল উড়ে গিয়েছে কিছু জায়গায় শাক-সবজি ব্যপক ক্ষতি হয়েছে। 


আমাদের একজন জানায়,, যে, আমি বেগুনের টাল, একদম শেষ এই ঝড় বৃষ্টিতে সব গুলো গাছ একদম মাটিতে পড়ে গিয়েছে আমার হাজার টাকার ক্ষতি তারপরে তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যা করে সব সময় ভালো জন্য করে। 

তারপরে যাদের আম, লিচু,কলা,কাঠাঁল, পেঁয়ারা,বাগান রয়েছে তাদের ও ব্যপক ক্ষতি হয়েছে প্রবল ঝড়ে গাছের ফল সব পড়ে গিয়েছে তাদের ও মাথায় হাত তারা বলতেছে এই গুলো কাঁচা,আম, কাঁঠাল, লিচু, পেঁয়ারা দিয়ে আমরা কী করবো।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...