ধুনটে প্রতিপক্ষের মারপিটে শাশুড়ী ও ছেলের বউ আহত | N NEWS 24
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের দুইজন আহত হয়েছে। শুক্রবার ২৪ মে দুপুরে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়সিং গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের ফরিদুল রহমানের স্ত্রী পারুল (৫৫) ও তার ছেলের স্ত্রী আলিফা খাতুন (৪০)।
এ ঘটনায় পারুল খাতুন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন প্রতিবেশী সাহেব আলীর ছেলে গোলাপ হোসেন (৩৫), মৃত নজরুল ইসলামের ছেলে সোহান হোসেন (১৮), গোলাপ হোসেনের স্ত্রী ববিতা খাতুন (২৫), নজরুল ইসলামের স্ত্রী পিয়ারা খাতুন (৪৭) মাহমুদুলের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), মৃত সাদেক আলী মন্ডলের ছেলে সাহেব আলী মন্ডল (৬৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোলাপ হোসেনের শিশু কন্যা বর্ষা খাতুন প্রতিবেশী ফরিদুল রহমানের বাড়িতে থাকা আম গাছের আম পাড়তে যায়। তখন ফরিদুল রহমানের স্ত্রী শিশুটিকে আম পাড়তে নিষেধ করে। পরে সেখানে থাকা গোলাপ হোসেনের পরিবারের সদস্যরা কেন আম পাড়তে দিবে না জানতে চাইলে পারুল খাতুনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ হোসেনের পরিবারের সদস্যরা পারুল খাতুনকে মারধর শুরু করে। মারপিটে পারুল খাতুনের মাথায় বাঁশের আঘাত লাগে। তখন তার ছেলের স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিটে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পারুল খাতুন ও তার ছেলের স্ত্রীকে বাড়িতে আনা হয়।
এবিষয়ে পারুল খাতুন জানান, আমার গাছের আম পাড়া নিষেধ করায় তারা পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করে। এসময় আমার ছেলের বউ এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এ ঘটনায় গোলাপ হোসেনের সাথে যোগাযোগ করতে তার নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
No comments