বেলকুচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা স্বীকার সাংবাদিক | N NEWS 24
ডেস্ক রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা স্বীকার হয়েছেন বেলকুচি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু মুছা।
এ সময় সাংবাদিকের উপর হামলা করেন, পৌর এলাকার গাড়ামাসী গ্রামের মৃত সেন্টুর ছেলে আবির। হামলা করে সাংবাদিকের মোবাইল ফোন ও প্রেস কার্ড ছিনিয়ে নিয়ে যান হামলাকারী।
স্থানীয় সংসদ সদস্যের বাড়ি থেকে ফোন নিয়ে আসার কথা বলে চলে যান। রাতেই নব নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম ওই ফোন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের কাছে জমা দেন। এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় আবিরকে প্রধান আসামি করে অজ্ঞাতসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার আলহাজ্ব নূতনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
হামলার সাংবাদিক আবু মুছা বলেন, সোহাগপুর নূতন পাড়া এ এস উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে তদন্তের জন্য শিক্ষা বোর্ড থেকে প্রতিনিধি আসলে তথ্য সংগ্রহের জন্য যায়। বোর্ড প্রতিনিধিদের তদন্ত শেষে বিদ্যালয়ে মাঠে অবস্থান করা অবস্থায় হঠাৎ দেখতে পাই উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজার উপর সন্ত্রাসী আবির সহ বেশ কয়েকজন তার উপর হামলা চালিয়েছে। হামলার বিষয়টি আমার পেশাগত কাছে ব্যবহার করা মুঠো ফোন দিয়ে ছবি তুলতে নিলে আবিরসহ বেশ কয়েকজন রাগানিত্ব হয়ে আমার মুঠো ফোন ও দৈনিক মানব জমিন পত্রিকার পরিচয় পত্র ছিনিয়ে নেয়। এবং তারা আমার শরীরে বিভিন্ন জায়গায় এলোপাথারি কিলঘুষি লাথি মারে। পরে সহকর্মীরা আমাকে ওখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করান।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
No comments