ময়মনসিংহে "সন্ত্রাস প্রতিরোধ দিবস" পালিত করেছে স্বাজপ | N NEWS 24
ডেস্ক রিপোর্টঃ
স্বাধীনতা জনকল্যাণ পরিষদ (স্বাজপ), ময়মনসিংহের সুনামধন্য অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। স্বাজপ এর উদ্যোগে গত ২৩ শে মে ২০২৪ রোজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের রামপুর হোছেন নগর ভিলায় পালিত হয়েছে- সন্ত্রাস প্রতিরোধ দিবস। অনুষ্ঠানে সভাপতি ছিলেন- জনাব মোঃ আব্দুল মজিদ, উপদেষ্টাঃ স্বাজপ। প্রধান অতিথি ছিলেনঃ ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী, উপদেষ্টা মণ্ডলীর সভাপতিঃ ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন- তমদ্দুন মজলিস, ময়মনসিংহ জেলা শাখা। প্রধান আলোচক ছিলেন- জনাব মোঃ কবির হোসেন সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক- সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, ময়মনসিংহ জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) মোঃ বিল্লাল হোসাইন, উপদেষ্টাঃ স্বাজপ, (০২) মোঃ হাতেম আলী (০৩) মোঃ জয়নাল আবেদীন (০৩) মোঃ আলামিন হোসাইন (০৪) মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সন্ত্রাস প্রতিরোধ কল্পে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে (০১) জাতীয় পতাকা, (০২) কালো পতাকা (০৩) সাদা পতাকা উত্তোলন করা হয়। এরপর উদিত লাল পতাকা নামানো হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, কখনো অপরাধ মূলক কর্মকাণ্ড চোখে পরলে, সাথেসাথে ৯৯৯ নাম্বারে কল করে জানাবেন, তখন দ্রুত পুলিশ এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
No comments