Breaking News

কুড়িগ্রামে ৩য় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ করতে চলছে পুলিশের নিরিবিচ্ছিন্ন ডমিনিশেন পেট্রলিং । N NEWS 24


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ৩য় ধাপের নির্বাচন হতে যাচ্ছে নাগেশ্বরী,ভুরুঙ্গামারী, ফুলবাড়ী উপজেলায়  কুড়িগ্রাম জেলা পুলিশ ও থানা পুলিশ নিরন্তন নানাবিধ পুলিশী কার্যক্রম চলমান রেখেছেন ।


সুস্থ, সুন্দর, নান্দনিক গতিশীল ও অগ্রসরমান কুড়িগ্রামের নাগরিক নিরাপত্তা ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ৩য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ অব্যাহত রেখেছে নিরবিচ্ছিন্ন ডমিনিশেন প্যাট্রলিং ও  পুলিশিং কার্যক্রম।


 সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল এর নেতৃত্বে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলায় প্রতিদিন পুলিশ ডমিনিশেন পেট্রলিং এর নেতৃত্ব দিচ্ছেন। 


পুলিশের এই অপরাধ নিবারনী কার্যক্রমের প্রশংসা করছেন সাধারন ভোটাররা। অন্যদিকে পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ১ম ও ২য় ধাপের মতো আমরা ৩য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম,  নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে,  সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর।

No comments

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন | N NEWS 24

  গাইবান্ধা প্রতিনিধিঃ সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচা...