Breaking News

খুলনা হতে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার | N NEWS 24


ডেস্ক রিপোর্টারঃ

খুলনা হতে অভিনব কায়দায় ভ্যান যোগে পাচারের সময়  ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আ : আলিমকে গ্রেফতার করে র‌্যাব-৬

র‍্যাব - ৬ খুলনা সুত্রে জানা যায়, গতকাল সদর কোম্পানি,  খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খুলনা জেলার জিরো পয়েন্ট হতে ভ্যান যোগে খান জাহান আলী (রূপসা)  ব্রীজ হয়ে বাগেরহাট এর দিকে যাচ্ছে। 

এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি জেলার রূপসা থানাধীন খুলনা-ঢাকা মহাসড়কের খান জাহান আলী (রুপসা) সেতুর টোল প্লাজায় অবস্থান করে। দুপুরে খান জাহান আলী (রুপসা) সেতুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে  পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আঃ আজিজের পুত্র আব্দুল আলিম (৩০) কে আটক করে।

মাদক কারবারির বাড়ি যশোর ঝিকরগাছা থানার চান্দেরপুল গ্রামে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে তাহার দখলকৃত ভ্যানের কাঠের বডির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

No comments

ধুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন | N NEWS 24

  ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় শামীম আহমেদকে আহ্বায়ক ও শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষক দলের ...