Breaking News

ময়মনসিংহের ভালুকায় বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু | N NEWS 24

 


ডেস্ক রিপোর্টঃ 

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামে সোমবার সকালে বৃষ্টির মাঝে আম কুড়াতে গিয়ে দুই শিশু খাদেপরে মৃত্যু হয়েছে।


 স্থানীয় মাধ্যমে জানা যায়, নিহত শিশু দুইজন হলেন, (০১) শামসুদ্দিন এর নাতি ও মোঃ বিল্লাল হোসেন এর ছেলে বয়স- ১২ বছর। (০২) শামসুদ্দিন এর নাতি ও মোঃ রুপচান এর মেয়ে- বয়স ১২ বছর। 


জানা যায়, গত সোমবার সকালে তারা পাশ্ববর্তী গ্রাম বগাজান এর মরাপুড়া নামক জায়গায় আম কুড়াতে গেলে সেখানে একটি খাদে পড়ে যায়, অতপর না উঠতে পেরে তৃতীয় শিশুকে বলে আমরা উঠতে পারতেছিনা, বাসায় খবর দেও। বাসা ০.৫ কিঃমিঃ দূরে হওয়ায় খবর পেয়ে বাসার লোকজন গিয়ে দেখে দুইজনই মৃত্যু বরণ করেছেন।

No comments

কালাইয়ে জিন্দারপুর ইউনিয়নে মানব পাচার কারীদের বিরুদ্ধে মানব বন্ধন | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ,  স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ভুক্তভোগী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে ২৪ শে ডিসেম্বর...