Breaking News

প্রচারণায় জীবন্ত প্রাণী প্রদর্শন কারাগারে প্রার্থী | N NEWS 24

 


নীলফামারী জেলা প্রতিনিধিঃ

জীবন্ত ঘোড়া প্রদর্শন মোটরসাইকেল শোডাউন  দিয়ে  নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে নীলফামারী   সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু কে ভ্রাম্যমান আদালত মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। 


সৈয়দপুর সহকারি কমিশনার (ভূমি) মো:আমিনুল ইসলাম নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও জীবন্ত প্রাণী  নির্বাচনী  প্রচারণা  চালানোর দায়ে ভ্রাম্যমান আদালত  ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে।  


উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু (ঘোড়া মার্কা) বিষয়টি মানতে অস্বীকৃতি জানালে দীর্ঘ ২০ ঘন্টা অপেক্ষার  পর সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বাদী হয়ে ১৮ মে দুপুরে ২০১৬ এর ৩২/১০ ধারায় জীবন্ত প্রাণী ও অধিক জন নিয়ে নির্বাচনী প্রচারণা চালানর দায়ে মামলা করেন। 


সৈয়দপুর থানার ওসি শাহা আলম  জানান, নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রাণী প্রদর্শন ও মোটর সাইকেল শোডাউন করায় ভ্রাম্যমান আদালত  তার চল্লিশ হাজার টাকা অনাদায়েএক বছরের কারাদণ্ড প্রদান করেছে। শুক্রবার  ১৭ মে রাতে আমরা তাকে বলেছিলাম জরিমানার ৪০ হাজার টাকা জমা দিয়ে আপনি প্রচারণা চালান কিন্তু তিনি সেটা মানতে নারাজ। 


পরে বিকালে নীলফামারী জেলা জজ আদালতের সৈয়দপুর কোটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন কবির  এর আদালতে হাজির করলে, তার জামিন না মঞ্জুর করে আদালত ভ্রাম্যমান আদালতের রায় বহাল রেখে কারাগারে প্রেরণ করে। 

আগামী ২১ মে নীলফামারী জেলার সৈয়দপুর,  কিশোরগঞ্জ, জলঢাকায় উপজেলা পরিষদ নির্বাচন  অনুষ্ঠিত হবে।

No comments

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা: জনসচেতনতার উপর গুরুত্বারোপ | N NEWS 24

  মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ ধামইরহাট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির...