Breaking News

জালিয়াতি মামলায় সাংবাদিকের কারাদণ্ড | N News 24


নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার ধুনটে চেক জালিয়াতির মামলায় কামরুল হাসান আনাছারী (৪৮) নামে কথিত এক সাংবাদিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার বিকেলে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে ধুনট থানা পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেছে।

গ্রেফতারকৃত কামরুল হাসান আনছারী উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি গ্রামের সরোয়া পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমান আনছারীর ছেলে। কামরুল হাসান আনছারী গ্রেপ্তারের পর অনেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন তিনি সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি ও জিম্মি করে টাকা নিতেন। তবে নিজে সাংবাদিক না হয়েও পেশাজীবি সাংবাদিকদের সংগঠনের পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করতেন আপনি কোন কাগজ বা টিভিতে কাজ করেন তখন তিনি রাগান্বিত হয়ে যেতেন। এছাড়া কামরুল হাসান আনছারী ধুনট পুরাতন প্রেসক্লাব নামে একটি সংগঠনের সভাপতি পরিচয় দিতেন। আসন্ন উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কিছুদিন প্রচারণাও চালিয়েছেন। 

এবিষয়ে ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ২০১৭ সালে বগুড়ার শেরপুর উপজেলার এক ব্যক্তি কামরুল হাসান আনছারীর বিরুদ্ধে বগুড়ার আদালতে চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। কিন্তু রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

No comments

কালাইয়ে এক দিনের মাছের মেলা,চলছে জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা | N NEWS 24

  জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটে প্রতি বছরের মতো এবারও নবান্ন উৎসবকে ঘিরে জমে উঠেছে মাছের মেলা। জেলার কালাই উপজেলায় অগ্রহায়ণ...